দূরত্বের একধরনের সৌন্দর্য আছে।
দূরত্ব মনে করিয়ে দেয়,
দু-জন মানুষ
কতটা কাছে
কিংবা কতটা দূরে।
তুমি চলে যাবার পর
আজও ভাবি,
তোমাকে যেতে দিয়ে
সত্যিই কি ভুল করিনি?
...যদিও জানি,
প্রার্থনা রইল,
কোথাও, তোমার নিজের মতো করে
তোমার নিজের সময়ে বেঁচে
ভালো থাকো।
এর চেয়ে বেশি
আর কী-ইবা করতে পারি
তোমার জন্য?
তোমাকে প্রতিদিনই ভাবি,
তোমাকে প্রতিমুহূর্তেই অনুভব করি;
আর মনের মধ্যে আশা পুষে রাখি,
কোনও-না-কোনও একসময়
আমাদের আবার দেখা হবে...
দূর থেকে হলেও,
কাছে আসার সুযোগ না পেলেও...
দেখা আমাদের হবেই!
মোঃ আরাফাত হোসেন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

world wide famous temp mail

golden retriever puppies for sale near me